লেখায় যা যা আছে
ব্যাগ নিয়ে প্রাথমিক কথা
দৈনন্দিন জীবনে ব্যাগ অনেক প্রয়োজনীয় একটা জিনিস। ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস বহন করার জন্য এই জিনিসটা লাগবেই। এটা না থাকলে মানুষকে বস্তা ব্যবহার করতে হতো। ব্যাপারটা একটু কেমন কেমন না? একটু মজা করে নিলাম আরকি।
যাহোক, অনেকে বুঝতে পারেন না কোন ব্যাগ কেনা প্রয়োজন। জিনিস পছন্দ হলে দাম পছন্দ হয়না, দাম পছন্দ হলে জিনিস পছন্দ হয়না। মাঝে মাঝে তো মার্কেটে গিয়ে গোলকধাঁধার মতো ঘুরতে হয়।
আর এজন্য অবশ্য আমি অনলাইন শপিং পছন্দ করি। ঘুরাঘুরি, ভীড় ইত্যাদি ঠেলাঠেলির প্রয়োজন নেই। বাসায় শুয়ে শুয়ে অনলাইন শপগুলোতে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য থেকে নিজের প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করা যায়।
তবে বাংলাদেশে আগে অনলাইন শপিং মানেই বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হতো। এখন এর পরিবর্তন আসছে। ই-কমার্সের সেক্টর বড় হওয়ার সাথে সাথে কাস্টমার সেটিসফ্যাকশনের দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
তাই অনলাইনে শপিং করার ক্ষেত্রে এখন ভরসা রাখতে পারেন। আর আমাদের ‘জেনে কিনবো‘ তো আপনাদের জন্য আছেই। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের কাছে যেন অনলাইন শপের ভালো ভালো প্রোডাক্টের খবর পৌছাতে পারি। সবকিছু জেনেই কিনতে পারবেন।
তাহলে আজকের টপিক ছিলো ব্যাগ নিয়ে। সাধারণ থেকে শুরু করে বিভিন্ন ব্রান্ডের ব্যাগ পাবেন বাজারে। তবে আমার আজকের এই লেখায় শুধু ব্রান্ডের প্রোডাক্ট নিয়ে কথা হবে। সাধারণ ব্যাগ নিয়ে বলেও খুব একটা লাভ নেই। কারণ এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো গ্যারান্টি দেয়া যায়না।
ছেলেদের জন্য কখন কেমন ব্যাগ চয়েজ করবেন?
ছেলেদের জন্য বিভিন্ন রকম ব্যাগ পাবেন। কাজের ধরন, ব্যবহারের ধরন ইত্যাদির কারণে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের ব্যাগ পাবেন। আসল কথা হলো আপনার প্রয়োজন অনুযায়ী যে ব্যাগ প্রয়োজন তা কিনবেন। তাহলে চলুন ছেলেদের জন্য কেমন টাইপ প্রোডাক্ট বাজারে পাওয়া যায় তা একটু দেখে নেই।

কলেজ ব্যাগ
এই ব্যাগগুলো মোটামুটি সব ধরনের কাজের জন্য ব্যবহার করা যায়।
ছোটখাটো জিনিস থেকে শুরু করে ল্যাপটপ, ক্যামেরা সবই এই টাইপের ব্যাগে বহন করা যায়।
কলেজ ব্যাগকে আমরা খুব রেগুলার ব্যবহার করে থাকি।
আর এগুলা দিয়ে সব জিনিসই বহণ করা যায় বলে আমাদের মাঝে এই টাইপের ব্যাগ অনেক পপুলার।
এক্সিকিউটিভ ব্যাগ

অফিসিয়াল বা ফর্মাল ব্যবহারের জন্য এই ব্যাগগুলো ব্যবহার করা হয়। যারা জব করেন বা ব্যবসায়ী মানুষ তাদের জন্য এগুলো পারফেক্ট।
এগুলো মোটামুটি ছোটবড় অনেক ধরনের হয়ে থাকে। এগুলোতে সব ধরনের প্রয়োজনীয় জিনিস বহণ করা যায়।
কলম থেকে শুরু করে ক্যামেরা, ল্যাপটপ সবই বহণ করতে পারবেন।
ট্রাভেল ব্যাগ

যারা ট্রাভেলার তাদের জন্য এসব ব্যাগ। এগুলোতে আপনার পুরো ঘর নিয়ে যেতে পারবেন।
যাহোক, আবার একটু মজা করলাম। তবে এগুলোতে প্রচুর জিনিস বহণ করা যায়।
ট্রাভেলারদের মধ্যে এগুলো অনেক পপুলার। কাপড়চোপড় থেকে শুরু করে বড় বড় জিনিস বহণ করতে পারবেন।
আর এই প্রোডাক্টগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে। এগুলোতে বিভিন্ন সাইড পকেট বা স্ট্রাইপ থাকে বড় বড় জিনিস বহণ করার জন্য।
ছেলেদের জন্য কয়েকটা চমৎকার স্টাইলিশ সুন্দর ব্যাগ
এখন আপনাদের ভালো লাগার মতো কিছু প্রোডাক্টের কথা বলবো। ভালো লাগলে নিতে পারেন। এগুলো অরিজিনাল ব্রান্ডের প্রোডাক্ট। দাম যদি বেশি মনে হয় তাও নিশ্চিন্তে থাকুন বেশিদিন ব্যবহার করতে পারবেন।
৫০০ টাকা দিয়ে একটা ব্যাগ কিনলে দুইদিন পরেই সুতা উঠা শুরু করবে, ছিঁড়ে যাবে। তাই সবসময় বলি দাম একটু বেশি হলেও ভালো জিনিস কিনুন। নিশ্চিন্তে অনেকদিন ব্যবহার করুন।
#1 MI College Backpack
এই ব্যাগের বৈশিষ্ঠ্যগুলো হলো,
- চমৎকার স্মার্ট ডিজাইন।
- ২০ কেজি ওজন পর্যন্ত বহণ করতে পারবে। ১৪ ইঞ্চির ল্যাপটপ খুব সহজে নিতে পারবেন।
- পলিস্টার মেটারিয়াল ব্যবহার করা হয়েছে। ইচ্ছামত ব্যবহার করতে পারবেন।
- এই প্রোডাক্টটি ওয়াটারপ্রুফ কারণ এটাতে ওয়াটার রেজিস্টেন্ট পলিস্টার ব্যবহার করা হয়েছে।
- স্ক্রেচ/দাগ পড়ার সম্ভাবনা নাই।
- ওজনে অনেক পাতলা।
- পণ্যের পেছনে দেয়া প্যাড খুবই আরামদায়ক। পিঠে চাপ পড়বেনা।
- বড় পকেটের সাথে দুইটি সাইড পকেট দেয়া আছে। ছোটখাটো জিনিসের সাথে পানির বোতলও ব্যবহার করতে পারবেন।
- আপনার যেকোনো স্টাইলের সাথেই এই সুন্দর ব্যাগটি ম্যাচ করে যাবে।
প্রোডাক্টটি এখান থেকে কিনতে পারবেন।
#2 Original Xiaomi 20 Litre Mi Backpack
এই প্রোডাক্টটি আমার পারসোনালি অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা শাওমির অরিজিনাল প্রোডাক্ট। এর বৈশিষ্ঠ্যগুলো হলো,
- খুব সুন্দর স্টাইলিশ ডিজাইন।
- ২০ লিটার ক্যাপাসিটির প্রোডাক্ট এটি।
- নিলন ম্যাটারিয়াল ব্যবহার করা হয়েছে।
- এটা চারকোণা স্টাইলের।
- হ্যান্ডেলটি সফট।
- এই পণ্যটির ইন্টেরিওর অনেক সুন্দর। আসলেই ভালো লাগার মতো।
- এটাতে ১৪ ইঞ্চি ল্যাপটপ অনায়াসে বহণ করতে পারবেন।
এটার বর্তমান দাম দেখুন এখানে।
#3 Original Xiaomi Travel Business Water-Resistant Backpack
শাওমির আরেকটা অরিজিনাল ব্যাকপ্যাক এটি। এটার দাম ৪৫০০ টাকার কাছাকাছি। আগেরটার চেয়ে এই প্রোডাক্টটি অনেক টেকসই আর শক্ত। আর এটাতে আরো অনেক বেশি ওজন বহণ করতে পারবেন। এই প্রোডাক্টের প্রটেকশন ভালো লেগেছে আমার কাছে। টাকা নষ্ট হবেনা। চোখ বন্ধ করে এই প্রোডাক্ট কেনা যায়। এর বৈশিষ্ঠ্যগুলো হলো,
- শাওমির অরিজিনাল ব্যাকপ্যাক।
- ওয়াটার রেজিস্টেন্ট ৬৫০ডি অক্সফোর্ড কাপড় ব্যবহার করা হয়েছে।
- স্ক্র্যাচ পড়বেনা এই প্রোডাক্টে।
- এটা অনেক পাতলা।
- প্রোডাক্টটির ভিতর ২৬ লিটার পর্যন্ত ওজন নিতে পারবেন। আর বাইরে অন্যান্য জিনিস বহণ করতে পারবেন ৩/৪ লিটার পর্যন্ত।
- ১৫/১৬ ইঞ্চির ল্যাপটপ বহণ করতে পারবেন।
- পেছনের প্যাড খুবই আরামদায়ক।
এখানে এই পণ্যের বর্তমান দাম দেখুন।
#4 Original KOMET PLUS 02 SCHOOL BAG PURPLE
এই প্রোডাক্টটি স্কাইব্যাগের। স্কাইব্যাগ(Sky bag) ইন্টারন্যাশনাল ব্রান্ড। ১ বছরের ইন্টারন্যাশন্যাল ওয়ারেন্টিসহ এই প্রোডাক্ট পাবেন! স্কুল ব্যাগটি শুধু স্কুলের বাচ্চাদের জন্য নয়, তরুণদের জন্যও। যারা ট্রাভেলার তাদের জন্য পারফেক্ট হতে পারে। পণ্যটি ৫১ লিটারের। অনেক ওজন নিতে পারবে এই প্রোডাক্টটি। তাহলে এর চমৎকার বৈশিষ্ঠ্যগুলো একটু দেখে নেই,
- ৩ টি কমপার্টমেন্ট আছে। এর সাথে সাইড পকেট আছে। আছে বোতল হোল্ডার। এটার সামনের সাইডেও পকেট আছে।
- ১৭ ইঞ্চির ল্যাপটপ নিতে পারবেন।
- চাবি হোল্ডারও আছে।
- অতিরিক্ত ব্যাকপ্যাড রয়েছে যেটার কারণে আপনার পিঠে ব্যাথা অনুভূত হবেনা।
- সাথে থাকবে রেইন কাভার।
- গুচি(GUCCI) নিলন কাপড় ব্যাবহার করা হয়েছে। গুচির নামে তেমন কিছু বলতে হবেনা আশা করি?
- এই পণ্যের কাপড় তো এমনিতেই খুব ভালো, তার উপর অনেক সুন্দর।
বাকি সব তথ্য এবং দাম জানতে এখানে ঘুরে আসুন।
#5 Lunar 04 Laptop Backpack
এটাও স্কাইব্যাগের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের দাম শুনে অনেকেই লাফ দিয়ে উঠতে পারেন। ৮০০০ টাকার আশেপাশে দাম। তবে দাম যেমন ভালো, প্রোডাক্টও তেমন ভালো।
আপনার বাজেট কম থাকলে আগেরগুলো কিনতে পারেন। আর বাজেট ভালো হলে এই প্রোডাক্টটি কিনতে পারেন। এটা যেমন স্টাইলিশ তেমন ভালো কোয়ালিটি। তাহলে এটার ব্যাপারে একটু জেনে নেই,
- ১৭ ইঞ্চি ল্যাপটপ বা ট্যাব বহণ করতে পারবেন।
- এইচডি(HD) শাইনি পলিস্টার ব্যবহার করা হয়েছে। শাইনি একটা লুক দিবে এই প্রোডাক্ট।
- ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন।
- ১ টি চাবি হোল্ডার, বোতল হোল্ডার, সাইড পকেট, ইয়ারফোন পোর্ট, এক্সট্রা ব্যাক প্যাড ইত্যাদি পাবেন।
- ৩ টি কম্পার্টমেন্ট আছে।
- এটার আরো চমৎকার ফিচার দেখতে চাইলে এখানে ঘুরে আসুন।
ভালো লাগলে দেখতে পারেন ব্যাগগুলো। আর মেয়েদের জন্য কিছু ব্যাগের সাজেশন্স দেখতে চাইলে এখানে দেখুন। ধন্যবাদ।
আমাদের আরো ব্লগ পড়ুন